‘আশা’দের কথা
সাড়ে সাতশো কোটি জনসংখ্যার পৃথিবীতে সমানাধিকার বড় ভয়ংকর জিনিস। সে কী আর এমনি এমনি তৈরি হয়! গতমাসের মাঝামাঝি সময়ে ‘আশা’কর্মীদের বিক্ষোভে একাধিকবার দিল্লিসহ উত্তর-ভারত, বিশেষত হরিয়ানার বেশ কিছু অংশ দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল। আমরা কোভিড-যোদ্ধা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স ইত্যাদি পেশার মানুষজনকে নিয়ে বেশ একটা হইচই চালাচ্ছি কিছুদিন ধরেই। কিন্তু ‘আশা’কর্মীদের সমস্যাগুলিকে নিয়ে ততটাও উৎসাহ দেখছি না। এই ‘আশা’কর্মীদের সমস্যাগুলিকে নিয়েই আজকের প্রতিবেদন।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 09 September, 2020 | 866 | Tags : Gender-based pay-discrimination Plight of the ‘Asha’ workers Covid-Warriors Pay-discrimination in the Health Sector